ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

‘বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সম্ভাবনা কম’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিজ্ঞানী ডা. মোস্তাফিজুর রহমান বলেছেন, নভেল করোনাভাইরাসে মানুষ সাধারণত শীতকালীন সময়ে বেশি আক্রান্ত হয়। আমাদের দেশে এখন শীত চলে যাচ্ছে। তাই করোনাভাইরাসে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। করোনাভাইরাস প্রতিরোধে প্রাণীর সংস্পর্শে না যাওয়া, জনমানুষের ভিড় থেকে দূরে থাকা ও পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন এই বিজ্ঞানী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নর্থসাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত ‘নভেল করোনাভাইরাস : আমাদের পদক্ষেপ কী’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নর্থসাউথ ইউনিভার্সিটির স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জি ইউ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন, প্রধান বক্তা ছিলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ডা. মোস্তাফিজুর রহমান।

ডা. মোস্তাফিজুর রহমান বলেন, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়া থেকে দূরে থাকতে মার্কেট বা অন্য কোনো স্থানে জনমানুষের ভিড় থেকে দূরে থাকা ভালো। একই সঙ্গে ভালো করে হাত পরিষ্কার রাখতে হবে। তিনি বলেন, যদি কারও করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএইচএম/এসআর/এমকেএইচ