ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যুহার

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৮ আগস্ট ২০১৯

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। তবে মৃত্যুহার বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, বুধবারের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৪২৮ জন। তারমধ্যে রাজধানী ঢাকায় ১ হাজার ২৭৫ জন এবং বিভিন্ন বিভাগীয় শহরে ১ হাজার ১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবারের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৬ জন। তারমধ্যে ঢাকায় ১ হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৬৭ জন।

এ হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা ১১৬ জন কমলেও ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪ জন।

রাজধানীতে সার্বিকভাবে আক্রান্তের সংখ্যা ১১৬ জন কমলেও সরকারি হিসাবেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। মাত্র ৩-৪ দিন আগে মৃতের সংখ্যা মাত্র ৮ জন বলা হলেও বৃহস্পতিবার সরকারি হিসাবে মৃতের সংখ্যা বলা হয় ২৯ জন। তবে বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা দ্বিগুণেরও বেশি!

সরকারি হিসাবে মৃতদের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে চারজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং অবশিষ্ট ২৪ জন কোন কোন হাসপাতালে মারা গেছে তা উল্লেখ করা হয়নি। ঢাকার বিভিন্ন হাসপাতালে তারা মারা গেছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন ২৫ হাজার ৮৭২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৪২৮ জনের মধ্যে ঢাকা মেডিকেলে ১৩০, মিটফোর্ডে ১১৮, ঢাকা শিশু হাসপাতালে ৪৪, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৬, বিএসএমএমইউ ৬৫, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪, বিজিবি হাসপাতাল পিলখানা ৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩১ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জনসহ ঢাকা শহরে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৫৮ জন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪৬৫ জন। বিভাগীয় শহরে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৭ জন।

ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ২৮৩, চট্টগ্রামে ২২৭, খুলনায় ১৭৯, রংপুরে ৬৬, রাজশাহীতে ১৩০, বরিশালে ১৭৮, সিলেট ৩৩ ও ময়মনসিংহ বিভাগে বিভিন্ন হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

এমইউ/এনডিএস/পিআর

আরও পড়ুন