ডেঙ্গুতে প্রতিদিন ২৭ রোগী হাসপাতালে ভর্তি
রাজধানীতে গড়ে প্রতিদিন ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসের ২৩ দিনে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট ৬১৭ জন রোগী ভর্তি হন। বর্তমানে ১২৭ জন হাসপাতালে ভর্তি। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১ জন।
স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত ৮৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে এপ্রিল মাসে দুজন মারা গেছে।
এমইউ/এসএইচএস/এমএস