ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

মিরপুর উত্তরা ও যাত্রাবাড়ীতে নির্মিত হবে সরকারি হাসপাতাল

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীতে নতুন তিনটি সরকারি হাসপাতাল নির্মিত হবে। মিরপুর, উত্তরা ও যাত্রাবাড়ি-ডেমরা এলাকায় এ তিনটি হাসপাতাল নির্মাণের জোর চিন্তাভাবনা করছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মঙ্গলবার সচিবালয়ে ঢাকার সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন।

নাসিম বলেন, রাজধানীর ঢাকা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে রোগীর চাপ দিনকে দিন বেড়েই চলেছে। শয্যা সংখ্যার তুলনায় দিগুণ বা তিনগুণ রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা নিত্যদিন হিমশিম খাচ্ছেন। সীমিত সম্পদের মাঝে হাসপাতালগুলো চিকিৎসাসেবা প্রদানের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রাজধানীর যেসব সংসদীয় এলাকায় হাসপাতাল নেই সেখানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এসময় তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরকে হাসপাতাল নির্মাণের জন্য সংশ্লিষ্ট এলাকায় জমি খুঁজে বের করার দায়িত্ব দেন।

সভায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে মনোনীত করা হয়।

এমইউ/এআরএস/আরআইপি