ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত তিনজনের দুজন হৃদরোগের ঝুঁকিতে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৯ অক্টোবর ২০১৮

নীরব ঘাতক ব্যাধি ডায়াবেটিসে (টাইপ-২) আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে দুজনই কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি) বা হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও নভো নরডিস্ক পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

ওয়ার্ল্ড ডায়াবেটিস ফেডারেশন (ডব্লিউডিএফ) সূত্র জানায়, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর ডেনমার্কে আয়োজিত এক অনুষ্ঠানে আইডিএফ ও নভো নরডিস্ক যৌথভাবে পরিচালিত ‘টেকিং ডায়াবেটিস টু হার্ট’ শীর্ষক জরিপের ফলাফল তুলে ধরা হয়।

বিশ্বের ১৩০টি দেশের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ১২ হাজার ৬৯৫ জন ব্যক্তির মধ্যে এই জরিপ চালানো হয়।

এতে দেখা যায়, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে দুজনই হৃদরোগের ঝুঁকিতে রয়েছে। তারা উচ্চরক্তচাপ, রক্তে অতিরিক্ত গ্লুকোজ, উচ্চ কোলেস্টেরলজনিত নানা সমস্যায় ভুগছেন।

এ বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে মানুষের পুরো বডি সিস্টেম পাল্টে যায়। হার্টে রক্ত ও চর্বি জমা হয়। এ কারণে হৃদরোগের প্রবণতা বেড়ে যায়। তবে এতে ভয়ের কিছু নেই। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে হৃদরোগের ঝুঁকির মাত্রাও অনেকটা কমে আসবে বলে জানান তিনি।

এমবিআর/জেআইএম

আরও পড়ুন