আজ প্রাণ খুলে হাসুন
আজ ৫ অক্টোবর, বিশ্ব হাসি দিবস। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম শুক্রবার পালিত হচ্ছে দিবসটি। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি।
১৯৬৩ সালে শিল্পী হারভে রোজ হলুদ রঙের বৃত্তের মধ্যে দুটো চোখ আর একটা অর্ধচন্দ্রাকৃতির মুখের ছবি আঁকেন যা 'স্মাইলি' হিসেবে পরিচিতি পেয়েছে। ‘স্মাইলি’ এর বাণিজ্যিক ব্যবহারে ব্যাপক পরিচিতি পান যুক্তরাষ্ট্রের শিল্পী হারভে।
পরবর্তীতে তারই চেষ্টায় ১৯৯৯ সাল থেকে অক্টোবর মাসের প্রথম শুক্রবারটি 'ওয়ার্ল্ড স্মাইল ডে' হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশেও গত কয়েক বছর থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
নগর সভ্যতার এই যুগে প্রাত্যহিক জীবনের নানামুখি টানাপোড়েন আর যন্ত্রণায় আমরা এখন হাসতে ভুলে গেছি, পরিণত হয়েছি যন্ত্রে। নিয়ম আর রুটিনের বেড়াজালে আটকে পড়া জীবনে প্রাণভরে শ্বাস নেয়ারও ফুরসত নেই যেন।
অথচ সুন্দর জীবনের জন্য সুস্থ মন ও স্বাস্থ্য ভীষণ জরুরি। আর এর জন্য হাসি খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে খোলা মনে হাসতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও। সেই হাসিকে মনে করিয়ে দিতেই প্রতিবছর দেশে দেশে পালিত হয় বিশ্ব হাসি দিবস।
এমএমজেড/এমএস