ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

সরকারি হাসপাতালে ৪ ঘণ্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৩ আগস্ট ২০১৫

শনিবার দেশের সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে ৪ ঘণ্টা বিশেষ স্বাস্থ্যসেবা প্রদানের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ওই দিন সরকারি ছুটি সত্ত্বেও সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসকদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে।  

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চলতি বছরের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ সেবা প্রদানের নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, রাজধানীসহ সারা দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালসহ জেলা, উপজেলা হাসপাতালে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দিবেন।

এমইউ/এসকেডি/এমআরআই