ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

সরকারি হাসপাতালে ৫১ প্রকার পরীক্ষার ইউজার ফি নির্ধারণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২০ জুলাই ২০১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট সংক্রান্ত ৩৪ ধরনের বিভিন্ন পরীক্ষা সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা মূল্যে করা যাবে।

এছাড়া ঢামেকসহ সব হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে ২০০ টাকা মূল্যে স্পাইরোমেট্রি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা মূল্যে আট ধরনের আলট্রাসনোগ্রাফি গাইডেড পরীক্ষার ফি নির্ধারণ করা হয়।

জাতীয় ক্যান্সার ও গবেষণা ইনস্টিটিউট হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে রিসেপটর অ্যানালাইসিস মেশিনে পরীক্ষার ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটসহ সকল সরকারি হাসপাতালে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকায় সাত ধরনের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়।

গত ১৭ জুলাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখা-১ এর উপ-সচিব রেহানা ইয়াসমিন স্বাক্ষরিত পৃথক পৃথক আদেশে ইউজার ফি নির্ধারণের আদেশ জারি হয়।

সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি

এমইউ/এমআরএম/এমএস

আরও পড়ুন