ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

নাক ডাকা রোগীদের জন্য ঘুমের ল্যাব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:১১ পিএম, ১৫ মে ২০১৮

নাক ডাকা রোগীদের জন্য সুখবর। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ব্যতিক্রমধর্মী প্রশান্তির ঘুমের ল্যাবরেটরি (স্লিপ ল্যাব) উদ্বোধন করা হয়েছে। বিএসএমএমইউ-এর সি ব্লকের ৭ম তলায় অবস্থিত ল্যাবটিতে রোগীদের পরীক্ষার জন্য রাতে খোলা রাখা হবে এবং পরীক্ষা করা হবে।

মঙ্গলবার (১৫ মে) সকালে সি ব্লকের ৬ষ্ঠ তলার মাল্টি পারপাস হলে আয়োজিত ‘স্লিপ ল্যাব অ্যান্ড সিএমই অন স্লিপ অ্যাপনিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ল্যাবটির উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার সুচিকিৎসা ও প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. মনজুরুল আলম জানান, বিশ্বে স্লিপ অ্যাপনিয়ার রোগীর সংখ্যা ২২ মিলিয়ন। একটি দেশের মোট জনসংখ্যার পুরুষদের ৩ থেকে ৭ শতাংশ এবং মহিলাদের ২.৫ শতাংশ নাকডাকা সমস্যা রয়েছে। ধূপমান, অ্যালকোহল, ফাস্টফুড খাবার, মুটিয়ে যাওয়া, ব্যায়াম না করা ইদ্যাদি কারণে নাকডাকা সমস্যা হয়ে থকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্লিপ ল্যাবকে একটি আইডিয়াল ল্যাব হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এখানে চিকিৎসা শিক্ষা ও গবেষণাকেও গুরুত্ব দিতে হবে। বর্তমান বিশ্বে সুন্দর ও প্রশান্তির ঘুম খুবই গুরুত্বপূর্ণ। ভালো ঘুম স্বাস্থ্য ভালো রাখে এবং কর্মদক্ষতা ও কর্মঘণ্টা বৃদ্ধিতে ভূমিকা রাখে। নাক ডাকলে বিছানার পাশের মানুষটির ঘুমাতে অসুবিধা হয়। এছাড়া নাক ডাকা বা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার এ সমস্যাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই।

Sleep

তারা আরও বলেন, স্লিপ অ্যাপনিয়া ম্যানেজমেন্ট জটিল এবং বাংলাদেশে এ বিষয়ে এখনো খুব একটা অগ্রগতি লাভ করেনি। তাই স্লিপ ল্যাবের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে নাক ডাকার কারণ ও সমাধান সুনিদৃষ্টভাবে চিহ্নিত করে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করতে হবে।

বিভাগীয় সূত্রে জানা গেছে, স্লিপ ল্যাবের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জিারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. মো. মনজুরুল আলম, সহকারী অধ্যাপক ডা. মো. ওয়াহিদ্দুজ্জামান, কনসালটেন্ট ডা. মো. ইদ্রিস আলীসহ সংশ্লিষ্ট প্রধানরা দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (গবেষণা) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জিারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনি লাল আইচ, হ্যালি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম মজুমদার।

এমইউ/আরএস/জেআইএম

আরও পড়ুন