ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

রোজায় বিএসএমএমইউয়ের সময়সূচি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৪ মে ২০১৮

পবিত্র রমজান মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ক্লাস, অফিস এবং হাসপাতালের বহির্বিভাগ ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিসের ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান জানিয়েছেন, প্রথম রোজা থেকে এই সময়সূচি হবে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা (ইনভেসটিগেশনস) বর্তমান রোস্টার অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ/অফিসে চালু থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর অফিস সময়সূচি সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পুনরায় চালু হবে।

তিনি বলেন, রোজায় বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিসের সময়সূচি দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে। তবে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আগের সময়সূচি অর্থাৎ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে।

এমইউ/জেডএ/এমএস

আরও পড়ুন