রক্ত পরীক্ষায় আলজেইমার নির্ণয়?
অস্ট্রেলিয়া ও জাপানের কয়েকজ বিজ্ঞানী দাবি করছেন তারা রক্ত পরীক্ষার মাধ্যমে আলজেইমার (বিশেষ ধরনের স্মৃতিভ্রংশ রোগ) রোগ নির্ণয়ের পদ্ধতি ধরতে পেরেছেন।
বিজ্ঞানীরা বলছেন, অ্যামিলয়েড বেটা (amyloid beta) নামে একটি বিষাক্ত প্রোটিনের উপস্থিতি পরীক্ষা করা হয় এই ‘ননইনভেসিভ’ পরীক্ষার মাধ্যমে।
নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আলজেইমার আক্রান্ত ব্যক্তিদের রক্তে সাধারণত অ্যামিলয়েড বেটার উপস্থিতি থাকে। তারা যে পরীক্ষাটি করেছেন সেটি ৯০ শতাংশ সঠিক ফল দিচ্ছে বলেও দাবি করা হয়েছে।
গবেষকদের দলটি তাদের সিদ্ধান্তে আসার আগে জাপানের ১২১ জন ও অস্ট্রেলিয়ার ২৫২ জন আলজেইমার রোগি নিয়ে কাজ করেছেন।
পরীক্ষার উদ্দেশ্যে হলো- একজন ব্যক্তির মস্তিষ্কে অ্যামিলয়েড বেটার উপস্থিতি চিহ্নিত করা। মস্তিষ্কে এই অস্বাভাবিক প্রোটিনের বাড়তে থাকা আলজেইমারের অন্যতম লক্ষণ। স্মৃতিভ্রংশ রোগের যেসব ধরন রয়েছে তার মধ্যে আলজেইমারই সবচেয়ে বেশি দেখা যায়।
তবে গবেষকরা সতর্ক করে দিয়েছেন সরাসরি চিকিৎসায় এ পরীক্ষা ব্যবহার এখনও অনেক দূরের পথ।
স্মৃতি হারানোর মতো কোনো লক্ষণ দেয়া দেয়ার ৩০ বছর আগে থেকেই আলজেইমারের সূত্রপাত হতে পারে।
প্রাথমিক অবস্থায় আলজেইমার নির্ণয়ের শক্ত কোনো পরীক্ষাপদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। এর কোনো চিকিৎসাও নেই।
গবেষণার সঙ্গে জড়িত ছিলেন না রব হোয়ার্ড নামে একজন অধ্যাপক বলছেন, কারো মস্তিষ্কে অ্যামিলয়েডের উপস্থিতি পাওয়া মানেই তিনি ডিমেনশিয়াতে আক্রান্ত- তা নয়, আবার ডিমেনশিয়া আক্রান্ত প্রত্যেকের মস্তিষ্কে অ্যামিলয়েড পাওয়া যাবে তাও নয়।
আলজেইমার সোসাইটির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ আলজেইমার রোগে আক্রান্ত।
সূত্র : সিএনএন।
এনএফ/পিআর