ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

৩ ঘণ্টা পর ঢামেকে চিকিৎসা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৭

তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা শুরু হয়েছে। চিকিৎসাধীন রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের হাতে চিকিৎসক ও আনসার সদস্যদের মারধরের ঘটনায় বন্ধ ছিল চিকিৎসাসেবা।

বিকেল ৫ টার দিকে জরুরি বিভাগে ফের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি জানান, চিকিৎসক ও আনসার সদস্যদের মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আগামীতে চিকিৎসকদের ওপর হামলা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

আজ ঢামেক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন নওশাদ নামে এক রোগীর মৃত্যু ঘটনায় ডাক্তারদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তুলেন রোগীর স্বজনরা। এ নিয়ে চিকিৎসক- ও আনসার সদস্যদের সঙ্গে স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেট ও চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। এতে বিপাকে পড়েন বিভিন্ন জেলা শহর থেকে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা।

জেইউ/জেডএ/আইআই

আরও পড়ুন