নিউমোনিয়ায় আক্রান্ত মুক্তামণির শারীরিক অবস্থার উন্নতি
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন মুক্তামণির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আজ (রোববার) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের নেতৃত্বে ১২ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে মুক্তামণির প্রয়োজনীয় বাড়তি চিকিৎসার বিষয়ে আলোচনা করা হয়।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জাগো নিউজকে জানান, মুক্তামণি হসপিটাল অ্যাকুয়ারড নিউমোনিয়ায় আক্রান্ত বলে তারা নিশ্চিত।
সারাদেশে বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্তলাল সেন আজ দুপুরে জানান, গত দুদিনের তুলনায় মুক্তামণি আজ ভালো আছে। মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শে রক্তের বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়া হয়।
উল্লেখ্য, মুক্তামণি গত দুদিন যাবত আইসিইউতে চিকিৎসাধীন। গতকাল (শনিবার) তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে নিউমোনিয়ার সঙ্গে হাতের টিউমার কিংবা অস্ত্রোপচারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন চিকিৎসক। মুক্তামণির একটি ফুসফুস একটি আগে থেকেই অকার্যকর।
প্রসঙ্গত, বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির ডান হাতের রক্তনালীর টিউমার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়।
এমইউ/বিএ/আইআই