ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

ওষুধের দাম কমান : স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

দেশের বাজারে ওষুধের দাম কমানোর জন্য বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আপনাদের কথা সারা দুনিয়ায় গিয়ে বলি বাংলাদেশে ওষুধ সেক্টরের যে প্রসার হয়েছে, বিকাশ হয়েছে তা অনুকরণীয়। কিন্তু ওষুধের দাম কমান না কেন? ওষুধের দামটা কমান।

তিনি আরও বলেন, আমি শুধু স্বাস্থ্যমন্ত্রীই নই, আমি জনগণের প্রতিনিধি তাই আমাকে বলতেই হবে যদি সম্ভব হয় ওষুধের দাম আরও সহনীয় পর্যায়ে আনা যায় কিনা তা চেষ্টা করে দেখেন।

বুধবার বিকেলে রাজধানীর মহাখালীর ওষুধ প্রশাসন অধিদফতরে জাতীয় ওষুধ নীতি-২০১৬ বাস্তবায়ন কৌশল শীর্ষক এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, ইউনানি, আয়ুবের্দিক, হোমিওপ্যাথি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষ নেতা, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, ফার্মেসির অধ্যাপকসহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।

এমইউ/ওআর/বিএ

আরও পড়ুন