ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

মিটফোর্ডে প্রশিক্ষণ পেলেন ২৫ নবীন চিকিৎসক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৪৪ এএম, ১২ অক্টোবর ২০১৭

সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে প্রশিক্ষণ পেলেন ২৫ জন নবীন নাক-কান-গলার চিকিৎসক। চারদিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগ। এর নাম দেয়া হয় ‘প্রথম স্লিপ সার্জারি অ্যান্ড হেডনেক কনস্ট্রাকশন ওয়ার্কশপ-২০১৭’।

এই কর্মশালায় ক্যাডাভারের (মৃতদেহ) উপরে স্লিপ সার্জারি ( ঘুমের মধ্যে নাক ডাকা ও শ্বাস বন্ধ হয়ে যাওয়া) এবং ক্যান্সার রোগের ক্ষতের পুনর্গঠনের উপর নবীন চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এ কর্মশালা স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন নবীন নাক-কান-গলার চিকিৎসক অংশগ্রহণ করেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু প্রশিক্ষণ পরিচালনা করেন।

তিনি জানান, কর্মশালায় ভারতের ই এন টি সার্জন ডা. নাভিন হেডনি চন্দ্রশেখর (কন্সালটেন্ট, মজুমদার শাহ ক্যান্সার সেন্টার, বেঙ্গালোর, ভারত) ও দেশের প্রখ্যাত সার্জনরা অংশগ্রহণ করেন।

এমইউ/জেডএ/জেআইএম

আরও পড়ুন