ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

শেখ হাসিনার জন্মদিনে ২ ঘণ্টা বেশি স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৩৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সরকারি হাসপাতালসহ সব ধরনের স্বাস্থ্যকেন্দ্রে ২ ঘণ্টা বেশি স্বাস্থসেবা দেয়া হবে। চিকিৎসকেরা ওইদিন বেলা ২টার পরিবর্তে ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা সহায়তা দেয়া সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এ মাসের ২৮ সেপ্টেম্বর। তিনি কোনোদিন আড়ম্বরপূর্ণভাবে জন্মদিন পালন করেননি, এবার তো করার প্রশ্নই ওঠে না। তিনি নিজেও চান তার জন্মদিনটি যেন জনগণের সেবায়, রোহিঙ্গাদের মতো মানুষের সেবায় উৎসর্গ হয়।’

তিনি বলেন, ‘আমি বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) ও স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, আমার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে আমাদের সব স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকেরা স্বতঃপ্রণোদিতভাবে ২ ঘণ্টা বেশি সেবা দেবেন। এজন্য দেবেন যে, এই দিনটি আমরা মানবতার জন্য উৎসর্গ করতে চাই।’

চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা দেন জানিয়ে নাসিম কলেন, ‘ওইদিন তারা বিকেল ৪টা পর্যন্ত সেবা দেবেন। তারা আউটডোরে সার্ভিস দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও (বিএসএমএমইউ) এটা করবে।’

রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের একদিনের বেতন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকসহ আমাদের মন্ত্রণালয়, অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারী রোহিঙ্গাদের জন্য একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ও এক্ষেত্রে থাকবে।’

আরএমএম/জেডএ/আইআই

আরও পড়ুন