ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

বিএসএমএমইউ-আইসিডিডিআরবি-বিএমজে সমঝোতা চুক্তি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৯ আগস্ট ২০১৭

অসংক্রামক রোগসহ সর্বাধুনিক অতীব প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), আইসিডিডিআরবি ও বিট্রিশ মেডিকেল জার্নালের (বিএমজে) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার বিএসএমএমইউ ভিসির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আইসিডিডিআরবির পক্ষে উপনির্বাহী পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম ও বিএমজের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর (ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া) প্রশান্ত মিশ্র সমঝোতা চুক্তিতে সই করেন।

এসময় বিএসএমএমইউ প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/বিএ