ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

কম দামে মিলবে করোনারি স্টেন্ট

প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৮ এপ্রিল ২০১৭

দেশের ৪টি আমদানিকারক প্রতিষ্ঠান হৃদরোগের অর্থাৎ করোনারি স্টেন্টের প্রস্তাবিত মূল্য ওষুধ প্রশাসন অধিদফতরে দাখিল করেছে। প্রস্তাবনা অনুসারে বেয়ার মেটাল ও ডিইএস স্টেন্টের মূল্য ২৫ হাজার ও ড্রাগ ইলিওটিং স্টেন্টের মূল্য ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়।

মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এখন থেকে সব সরকারি হাসপাতালে এ দামে স্টেন্ট বিক্রি হবে। কোম্পানিগুলো হলো কার্ডিয়াক কেয়ার, ভাসটেক লিমিটেড, মেডিগ্রাফিক ট্রেডিং লিমিটেড ও ওরিয়েন্টর এক্সপোর্ট কোম্পানি লিমিটেড । এর ফলে জনগণ কম দামে স্টেন্ট পাবেন বলে আশা করছেন ড্রাগ মহাপরিচালক।

দেশে ২২টি কোম্পানির স্টেন্টসহ ৪৭ প্রকারের মেডিকেল ডিভাইসের রেজিস্ট্রেশন রয়েছে। রেজিষ্ট্রেশনভুক্ত কোম্পানিগুলোকে এখন থেকে দাম, রেজিস্ট্রেশন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করতে হবে।

এ ৪টি কোম্পানি স্বেচ্ছায় স্টেন্টের সর্বনিম্ন মূল্য বিক্রির এ প্রস্তাব দাখিল করে বলে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জানান।

ওআর/পিআর