ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

স্বাস্থ্যসেবা ফি কমিটিতে থাকতে চায় ক্যাব

প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

স্বাস্থ্যসেবা ফি নির্ধারণ কমিটিতে ভোক্তা প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বৃহস্পতিবার ভোক্তা অধিকার রক্ষায় স্বোচ্চার সংগঠন ক্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের ফি নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে ভোক্তার প্রতিনিধি হিসেবে কোনো প্রতিষ্ঠানকে রাখা হয়নি।

‘চিকিৎসা সেবায় ভোক্তারা সবসময় ডাক্তার ও চিকিৎসা ব্যবসায়ীদের কাছে বঞ্চনার শিকার হয়ে আসছে। বাড়তি অর্থ নিচ্ছে। ফলে সাধারণ ভোক্তাদের চিকিৎসা ব্যয়বহন করা কঠিন হয়ে পড়েছে।’
এতে আরো বলা হয়, যেসব শ্রেণির দ্বারা ভোক্তা শোষিত রোগ নির্ণয়ের ফি নির্ধারণ কমিটি তাদের প্রতিনিধি নিয়েই গঠিত হয়েছে। তাই স্বাস্থ্যসেবা ফি নির্ধারণ কমিটিতেও ভোক্তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তের দাবি জানানো হয়।

এসআই/এমআরএম/এমএমএ/জেআইএম

আরও পড়ুন