ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

আজ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস

প্রকাশিত: ০৩:০৬ এএম, ২১ মার্চ ২০১৭

আজ ২১ মার্চ। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস।  এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘আমাদের কণ্ঠস্বর, আমাদের সমাজে, সরকারের সব কাজে, ডাউন সিনড্রোমকে রাখবে পাশে।’

ডাউন সিনড্রোম একটি শিশুর বংশানুগতিক সমস্যা। মানবদেহের ২১তম ক্রোমোজোম জোড়ায় অতিরিক্ত একটি ক্রোমোজোমের উপস্থিতির কারণে এটি হয়ে থাকে। এর ফলে মৃদু বা গুরুতর মাত্রার বুদ্ধিপ্রতিবন্ধিতা, দুর্বল পেশীক্ষমতা, খর্বাকৃতি ও মঙ্গোলয়েড মুখাকৃতি পরিলক্ষিত হয়।

ব্রিটিশ চিকিৎসক জন ল্যাঙ্গডন ডাউন ১৮৬৬ সালে শিশুদের এই সমস্যা চিহ্নিত করেন বলে তার নামানুসারে ‘ডাউন সিনড্রোম’ কথাটি প্রচলিত হয়। ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।

এ বছর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশে ডাউন সিনড্রোম দিবস বিশেষভাবে পালিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সমাজসেবা অধিদফতর ১০০ জনের বেশি ডাউন শিশু নিয়ে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

জেডএ/জেআইএম

আরও পড়ুন