ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

গ্রাজুয়েট নার্সিং বিভাগের সহায়তায় বিএসএমএমইউ-প্রাইম ব্যাংক চুক্তি

প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৫ জানুয়ারি ২০১৭

গ্রাজুয়েট নার্সিং বিভাগে সহায়তা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ ও প্রাইম ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার সকাল ১০টায় বিএসএমএমইউ উপাচার্য কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান এবং প্রাইম ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) আহমেদ কামাল খান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও ড. ইকবাল আনোয়ার, চিফ এস্টেট অফিসার ও বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডা. একেএম শরীফুল ইসলাম, বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, অতিরিক্ত রেজিস্ট্রার-২ ডা. স্বপন কুমার তপাদার প্রমুখ।

এমইউ/বিএ/আরআইপি