বিএসএমএমইউ ও সিএমএইচের মধ্যে সমঝোতা স্মারক
কিডনি ট্রান্সপ্ল্যানটেশন (প্রতিস্থাপন) বিষয়ে সহায়তা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার (২ জানুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ সিএমএইচের প্রশাসনিক ভবন মিলনায়তনে এ চুক্তি সই হয়।
বিএসএমএমইউর পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন এবং সিএমএইচের পক্ষে স্বাক্ষর করেন কমাড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অ্যানেসথেশিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল হাই, কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম সেলিম, সাবেক চেয়ারম্যান ডা. মুহাম্মদ রফিকুল আলম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. সাজিদ হাসান, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক (কিডনী ট্রান্সপ্লানটেশন ডিভিশন) ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দিপু, বাংলাদেশ আর্মড ফোর্সেসের ডিজিএমএস মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন, কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সী মোহা. মুজিবুর রহমান, কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আবদুল আলী মিয়া, কমাড্যান্ট এএফএমসি মেজর জেনারেল মো. ফসিউর রহমান, কমাড্যান্ট এএফআইপি মেজর জেনারেল দেবাশীষ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসএমএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান গণমাধ্যমকর্মীদের জানান, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের আওতায় সম্মিলিত সামরিক হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের বিষয়ে বিএসএমএমইউর পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, কিডনি রোগ দুরারোগ্য ও ব্যয়বহুল স্বাস্থ্য সমস্যা। এ রোগে নিয়মিত ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন করে রোগীকে বাঁচিয়ে রাখা যায়।
এমইউ/বিএ