মিটফোর্ডে ৭০ লাখ টাকার নকল ওষুধসহ গ্রেফতার দুই
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডে ওষুধের ফার্মেসি ও গুদামে অভিযান চালিয়ে ৭০ লাখ টাকার নকল ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ উদ্ধার করেছে ওষুধ প্রশাসন অধিদফতর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।
এ সময় ওষুধের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে র্যাব-১। ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপার এটিএম গোলাম কিবরিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর আড়াইটায় স্থানীয় আলী চেয়ারম্যান মার্কেটের এমএস রাবেয়া ড্রাগ নামক ফার্মেসি ও তাদের গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় নকল ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়।
আটককৃত ওষুধের আনুমানিক বাজার মূল্যে ৭০ লাখ টাকা। র্যাব-১ এর এএসপি নাজমুল হাসান রাজিব এ সময় দুজনকে গ্রেফতার করেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দেন।
ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপার মো. মুহিদ ইসলাম, মনিরউদ্দিন আহমেদ ও শায়লা নওশাদসহ অন্যান্য র্যাব সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এমইউ/বিএ