ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি : বিএমএ’র কৃতজ্ঞতা

প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৬ জুন ২০১৬

বর্তমান সরকার বিএমএ’র দীর্ঘ দিনের দাবি অনুযায়ী ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্ন ভাতা দ্বিগুণ করার সিদ্বান্ত গ্রহণ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।
 
সোমবার এক যৌথ বিবৃতিতে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিএমএ`র প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মোল্লা মিজানুর রহমান কল্লোল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএ মনে করে ইন্টার্ন ভাতা দ্বিগুণ হওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মস্পৃহা ও সেবার মনোভাব বৃদ্ধি পাবে।
 
ফলে দেশের বিদ্যমান মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জনসাধারণ আরো বেশি মানসম্মত সেবা পাবে। ৫ জুন সচিবালয়ে অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে সরকার ইন্টার্ন ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত গ্রহণ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমইউ/একে/এবিএস