জুলাইয়ে আহতদের খোঁজ নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন নিনসের পরিচালক

জুলাই ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার খোঁজ নেওয়ার মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের (নিনস) পরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিনসে যোগদান করেন তিনি।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে নিনসের পরিচালক হিসেবে কাজী দীন মোহাম্মদকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় নিয়োগ দেওয়া হয় অধ্যাপক কাজী গিয়াস উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গিয়াস উদ্দিন ছয় বছর ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে হাসপাতালের হাসপাতালে চিকিৎসক কর্মকর্তা নার্স ও তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা অভ্যর্থনা জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
- দীন মোহাম্মদের নিয়োগ বাতিল, নতুন পরিচালক কাজী গিয়াস উদ্দিন
- ডা. গুরুদাস মন্ডলকে ঘিরে উত্তপ্ত নিনস, বন্ধ নিয়মিত অস্ত্রোপচার
গিয়াস উদ্দিন আহমেদ যোগদান করার পরই হাসপাতালে ভর্তি জুলাই বিপ্লবে আহত দুইজন দেখতে যান। তিনি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। তিনি তাদের চিকিৎসার ব্যাপারে কিছু পরামর্শ দেন। তাদের কোনো সমস্যা হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
গিয়াস উদ্দিন বলেন, জুলাই গণবিপ্লবের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণ বিপ্লবের কারণেই আজ দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। এ আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আহতদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। নিউরোসায়েন্স হাসপাতাল বিপ্লবের আহতদের জন্য সব সময় পাশে থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিউরোসায়েন্স হাসপাতাল শুধু দেশে নয় বিদেশেও নিউরোসায়েন্সেস চিকিৎসায় একটি রোল মডেল। হাসপাতালটি যেন আরও উন্নত হতে পারে আমার প্রশাসনের সে চেষ্টায় থাকবে।
এসইউজে/এমআইএইচএস/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - স্বাস্থ্য
- ১ ক্যাডার পদে স্থায়ীকরণ, পদোন্নতিসহ চিকিৎসকদের চার দাবি
- ২ মুগদা হাসপাতালের বহির্বিভাগের সেবা নেওয়া মানে ‘যুদ্ধ জয়’
- ৩ চিকিৎসকদের পরীক্ষা ফি কমানোসহ ৭ দাবিতে ভিসির সঙ্গে এনডিএফের বৈঠক
- ৪ ‘মার্চ ফর গাজা’য় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেবে এনডিএফ
- ৫ ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন বিডিএমএসএর নতুন কমিটি