ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

জন্মনিবন্ধন করতে কী কী লাগে?

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০২২

প্রত্যেক শিশুর জন্য জন্মনিবন্ধন এখন বাধ্যতামূলক। শিশুবয়সে জন্মনিবন্ধন করা না হলেও পরে তা করে নিতে হয়। তবে অনেকেই জানেন না যে, জন্মনিবন্ধন করতে কী কী জিনিস প্রয়োজন।

মনে রাখতে হবে, জন্মনিবন্ধনের জন্য প্রথমেই কিছু কাগজপত্র তৈরি রাখতে হবে। এর জন্য বিভিন্ন বয়সের মানুষের জন্য কাগজপত্রেও ভিন্নতা আছে। আসুন জেনে নিই সে সম্পর্কে—

>> জন্মের পর ৪৫ দিনের মধ্যে যে কাগজপত্রগুলো দরকার—
১. অনলাইনে আবেদন করা ফর্মের প্রিন্ট কপি
২. শিশুর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. শিশুর ইপিআই টিকা কার্ড বা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র
৪. শিশুর জন্মস্থান ও জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে হাসপাতাল বা ক্লিনিক থেকে জন্মসনদের সত্যায়িত অনুলিপি বা বার্থ অ্যাটেনডেন্টের প্রত্যয়নপত্র বা শিশুর জন্মসংক্রান্ত অন্য কোনো প্রমাণপত্র
৫. বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র
৬. শিশুর যে কোনো একজন অভিভাবকের কর পরিশোধের প্রমাণ
৭. আবেদনকারী অথবা অভিভাবকের মোবাইল নম্বর।

>> ৪৬ থেকে ৫ বছর বয়সী শিশুর যেসব কাগজপত্র দরকার—
১. অনলাইনে আবেদন করা ফর্মের প্রিন্ট কপি
২. শিশুর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. শিশুর ইপিআই টিকা কার্ড বা ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র
৪. বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র
৫. শিশুর যে কোনো একজন অভিভাবকের কর পরিশোধের প্রমাণ
৬. আবেদনকারী অথবা অভিভাবকের মোবাইল নম্বর।

>> ৫ বছরের বেশি বা যে কোনো ব্যক্তির যেসব কাগজপত্র দরকার—
১. অনলাইনে আবেদন করা ফর্মের প্রিন্ট কপি
২. শিশুর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. বিএমডিসি স্বীকৃত এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রিধারী চিকিৎসকের প্রত্যয়নপত্র
৪. পিএসসি, জেএসসি বা এসএসসির সনদপত্র
৫. বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র
৬. জন্মস্থান বা স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য বাবা-মা বা দাদা-দাদির নামে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখিত জায়গার বিপরীতে নবায়ন করা কর প্রদানের প্রমাণপত্র। অথবা নদীভাঙন বা কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে জমি বা বাড়ি কেনার দলিল, খাজনা ও কর দেওয়ার রশিদ। অথবা বসবাসের স্থান প্রমাণের সাপেক্ষে পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র।
৭. আবেদনকারী অথবা অভিভাবকের মোবাইল নম্বর।

জন্মনিবন্ধন সংক্রান্ত আরও ফিচার-

> যেভাবে করবেন জন্মনিবন্ধন 

> জন্মনিবন্ধন করতে খরচ কত? 

> পুরোনো জন্মনিবন্ধন অনলাইন করার নিয়ম 

> জন্মনিবন্ধন কেন করবেন, কী কী কাজে লাগে 

> ঘরে বসে অনলাইনে যেভাবে করবেন জন্মনিবন্ধন 

এসইউ/জিকেএস

আরও পড়ুন