ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

প্যান্টে ছোট পকেট কেন

প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৬ জানুয়ারি ২০১৬

অনেকেই জিন্স বা গ্যাবার্ডিং প্যান্ট পরেন। কিন্তু কখনো কি খেয়াল করেছেন- প্যান্টের সবচেয়ে ছোট পকেটটি কেন দেয়া হয়েছে? কী কাজে ব্যবহার করছেন পকেটটি।

অনেকে হয়তো খুচরা পয়সা, লিপজেল বা ছোটখাটো জিনিস রাখেন। আবার অনেকে কখনোই ব্যবহার করেননি পকেটটি। কারণ পকেটটি এতই ছোট যে কোনো কিছু রাখাও সম্ভব নয়।

in-jeans-pocket

তাহলে কেন এটা দিয়ে রাখা হয়। এর আসল রহস্যটাই বা কী? দেরিতে হলেও সম্প্রতি বস্ত্র বিশেষজ্ঞরা এর রহস্যের কথা জানিয়েছেন।

তারা জানান, আঠারোশ’ শতকে কাউবয়রা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করত। ঘড়ি রাখত তাদের ওয়েস্টকোটে। কিন্তু সে ক্ষেত্রে বেশির ভাগ সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকত। ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্স বা গ্যাবার্ডিংয়ের প্যান্টে এই পকেটের আবির্ভাব।

mobile-in-pocket

তবে এখন অবশ্য সেই ঘড়ির ব্যবহার নেই। তবুও ঐতিহ্য বজায় রেখে এখনো প্যান্টে ছোট পকেট রাখা হয়।

এসইউ/এমএস