ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

‘আমরা আর্ডিস্ট, শুডিং করি’

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

মধ্য বিকেল। এফডিসির প্রবেশ গেটের সামনের বটগাছ তলায় ছোট্ট জটলা। স্কুলের পোশাক পরিহিত আনুমানিক সাত আট বছরের কয়েকটি শিশু দাঁড়িয়ে বার বার ভিতরে উঁকি-ঝুঁকি মারার চেষ্টা করছে। ওরা একটু সামনে যেতেই নিরাপত্তারক্ষী লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু সেদিকে ওদের বিন্দুমাত্র ভ্রক্ষেপ নেই।

ঠিক ওই সময় ভেতর থেকে চকচকে সাদা রঙয়ের একটি গাড়ি বের হতে দেখে (সম্ভবত কোন নায়ক-নায়িকা) নিরাপত্তারক্ষীর ব্যস্ততা বেড়ে যায়। তিনি বিরক্ত হয়ে বলেন, ‘ঐ তোরা গেলি’ বলে আরেকবার লাঠি উঁচু করে ধরতেই শিশুদের মধ্যে অপেক্ষাকৃত একটু বেশি বয়সী মেয়েটি দৃঢ়চেতা কন্ঠে বলে ওঠে ‘থামেন, মারতে চান কেন? আমরা আর্ডিস্ট। আইজ শুডিং করতে আইছি। লাবলি খালা আমাগোরে খবর দিয়া আনছে। হেই কইছে আইজ স্কুলের শুডিং আছে। দেহেন না বেবাগতে স্কুলের ডেরেস পইরা আইছি।’

সোমবার বিকেল আনুমানিক সোয়া ৪টায় জাগো নিউজের এ প্রতিবেদক তাদের সঙ্গে আলাপ করতে চাইলে প্রথমে তারা একে অন্যের মুখ চাওয়া-চাওয়ি করতে থাকে। সবাই সমস্বরে বলে ওঠে, ‘এফডিসির ভিতরে কড়ইতলার থনে লাবলি খালারে ডাইক্যা দিলে কথা কমু।’

লাবলি খালাকে ডেকে দেয়ার প্রতিশ্রুতিতে মুখ খুলে স্বপ্না, তোফাজ্জল, হীরামনি, জায়েদুল, কাজল, বিউটি, শুভ ও হৃদয় নামের ক্ষুদে এই শিশুরা। তারা জানায়, তারা সকলেই এফডিসির অদূরে তেজগাঁও রেলবস্তিতে থাকে। ওই বস্তির লাবলি খালা এফডিসির শুটিং এ আর্টিস্ট সাপ্লাই দেয়। মাঝে মাঝে ওদেরও শুটিং এর জন্য ডাক পড়ে।


তাদের ভাষায় ‘শনিবার দিন বিউটি খালা মোবাইল ফোন কইরা আইজ বিকালে শুডিং আছে জানাইছে। সাড়ে তিনডার সময় স্কুল ড্রেস পইরা গেটের সামনে দাঁড়াইতে কইসে। মেলা সময় ধইরা অপেক্ষা করলেও হেয় আইতাছেনা। দারোয়ান খেদাই দিতে চাইতাছে।’

শিশুরা কেউ স্কুলে পড়াশুনা কর কিনা এমন প্রশ্নের জবাবে সবাই বিজি প্রেস স্কুলে ফোরে পড়ে বলে হাসতে থাকে।

কাজল জানায়, ‘এই পর্যন্ত তিনটি সিনেমায় শুটিং করেছে। সাধারণত কি ধরনের দৃশ্যে শুটিং কর? এমন প্রশ্নের জবাবে জানায়, ‘আমরা ছোটডত, হের লাইগ্যা ছোটখাড সিনে এই যেমন ধরেন ডিপজল বস্তিতে আগুন দিছে, আমরা ভয়ে পলাইয়া দৌড় দেওয়ার দৃশ্যে শুডিং করি।’

স্বপ্না নামের মেয়েটি একটু লাজুক। সবার ছবি তুলতে চাইলে সে দূরে সরে যায়। এক পর্যায়ে প্রশ্ন ছুঁড়ে বলে ওঠে, আমরা কইলাম আর্ডিস্ট, শুডিং এ ১শ’ টাকা মজুরি দেয়। আপনে ট্যাহা দেবেন?


শুভ নামের ক্ষুদে শিশুটির নাকে ময়লা। কোন নায়ক তার পছন্দ জিজ্ঞেস করতেই এক গাল হেসে উঠে বলে, সাদিব খান (সাকিব খান) তার প্রিয় নায়ক। একদিন হের লগে হাত মিলাইছি বলে নিজেকে জাহির করে শুভ।

কাজল নামের অপর এক শিশু জানায়, অপু (অপু বিশ্বাস) তার প্রিয় নায়িকা। অর হাসিডা আমার হেভভি সুইট লাগে বলে জানায় কাজল।

এ প্রতিবেদক চলে আসার সময় অবুঝ ওই শিশুরা বার বার বলতে থাকে, আঙ্কেল বিউটি খালারে একটু কইয়েন, আমরা আইছি, দারোয়ান বেডায় ঢুকতে দেয় না। হেয় যেন্ গেটের থোন আমাগো আইয়া লইয়া যায়।

এমইউ/এসএইচএস/পিআর