ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

প্যাডেলবিহীন সাইকেল

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৯:০২ এএম, ২৮ জুন ২০১৪

ম্যানুয়েল আলভারেজ-ইকাজা যানজটের যন্ত্রণা থেকে বাচঁতে এক চাকার সাইকেল উদ্ভাবন করেছেন । সাইকেলটির মূল বৈশিষ্ট্য হলো এটিতে কোনো প্যাডেল নেই। তাই এই সাইকেলে চড়ে মূলত হেঁটেই চলতে হবে।

তবে সাইকেলটি কাছাকাছি দূরত্বে যাওয়ার জন্যই বেশ উপযোগী বিবেচিত হচ্ছে। তিনি মনে করছেন, তার ‘ভেলোফিট’ সব দিক থেকেই ইউনিসাইকেলের চেয়ে ভালো।

তিনি আরো জানান, গতি পরিবর্তন করতে চাইলে কেবল সামনের দিকে একটু ঝুঁকতে হবে। আর পেছন দিকে ঝুঁকলে ব্রেক সামনে আসবে। তিনি জানান, দেহের স্বাভাবিক গতিই এটাকে চালাবে। এর সর্বোচ্চ গতিসীমা হবে জগিংয়ের গতি।

৬১ বছর বয়স্ক এই উদ্ভাবক ১৮ বছর গবেষণা করে সাইকেলটি তৈরি করেছেন। তিনি মনে করছেন, যানজটের যন্ত্রণা থেকে রক্ষা করবে এই সাইকেল।