আমানুল্লাহ আসাদুজ্জামান ও খালেদা শাহারিয়ারের প্রয়াণ
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার। ০৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৭৫৭- নবাব সিরাজ-উদ-দৌলা হুগলি আক্রমণ করেন।
১৮১৭- কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়।
১৮৭০- বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় বার্বাডোস।
১৯৮১- মাদার তেরেসা ঢাকা আগমন করেন।
১৯৯৭- বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়।
জন্ম
১৯২০- ইতালীর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ফেডেরিকো ফেলিনি।
১৯২১- স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়।
১৯৭০- ইংরেজ কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও গিটারিস্ট মিটচি বেন।
মৃত্যু
১৯৫৪- ইংরেজ ক্রিকেটার ফ্রেড রুট মৃত্যুবরণ করেন।
১৯৬৯- তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন শহীদ ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান। পুরো নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময় জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন। তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।
১৯৮৪- বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলার।
১৯৯৩- খ্যাতিমান মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্ন।
২০২১- বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী খালেদা শাহারিয়ার কবির। যিনি ডোরা রহমান নামেই পরিচিত। বাংলাদেশে প্রথম যে তিনজন নারী প্রকৌশল বিভাগে পড়ার সুযোগ পেয়েছেন, তার মধ্যে খালেদা শাহারিয়ার একজন। বাবা কবির উদ্দিন ছিলেন তৎকালীন ইপুয়েট তথা পূর্ব-পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বুয়েট) পুরাপ্রকৌশল বিভাগের শিক্ষক। সেই সূত্রে বেড়ে ওঠা তৎকালীন ইপুয়েট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।
কেএসকে/জিকেএস