ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের এইদিনে : ০৫ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০২:৫০ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

৬০৩ খ্রিস্টাব্দের এই দিনে  পারস্য (ইরান) ও রোম (ইতালি) সাম্রাজ্যের মধ্যে ২৪ বছরব্যাপী যুদ্ধ শুরু হয়।

১৫০০ খ্রিস্টাব্দের এই দিনে   ডিউক লুদভিক সোফারজ মিলান জয় করেন।

১৫৫৪  খ্রিস্টাব্দের এই দিনে  নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত।

১৫৯২  খ্রিস্টাব্দের এই দিনে  মুঘল সম্রাট শাহজাহান জন্মগ্রহণ করেন।

১৬৯১ খ্রিস্টাব্দের এই দিনে  ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়।

১৭৫৯ খ্রিস্টাব্দের এই দিনে  আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন মার্থা কস্টিসকে বিবাহ করেন।

১৭৮১ খ্রিস্টাব্দের এই দিনে  আমেরিকার গৃহযুদ্ধ: ভার্জিনিয়ার রিচমন্ড বন্দর ব্রিটিশ ক্যাপ্টেন বেনেডিক্ট আর্নল্ডের নেতৃত্বে জ্বালিয়ে দেয় ব্রিটিশ নৌবাহিনী।

১৭৮২ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার গৃহযুদ্ধ: ফ্রান্সের সেনাবাহিনী কর্তৃক ব্রিটিশ সেনানিবাস ব্রিমস্টনের সেন্ট কিটস অবরোধ।

১৮০৯ খ্রিস্টাব্দের এই দিনে  ওসমানীয় ও বৃটিশ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৫৪ খ্রিস্টাব্দের এই দিনে  স্টিমারে বিস্ফোরণ। ৩০০ মানুষ নিহত।

১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে  জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ‘জোড়াসাঁকো থিয়েটার’-এর উদ্বোধন করা হয়।

১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে  প্রথম ভারতীয় ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর পরলোকগমন করেন।

১৮৯৬ খ্রিস্টাব্দের এই দিনে  বিজ্ঞানী রন্টজেন সর্বপ্রথম এক্সরে আবিষ্কার করেন।

১৯০০  খ্রিস্টাব্দের এই দিনে  আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।

১৯০৯ খ্রিস্টাব্দের এই দিনে   কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে  জার্মান ওয়ার্কার্স পার্টি গঠিত হয়, যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।

১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে  কাজী নজরুল ইসলামের বিখ্যাত “বিদ্রোহী” কবিতা প্রকাশিত হয়।

১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে  দক্ষিণ স্লাভিয়াতে রাজা আলেকজান্ডারের অভ্যুত্থান।

১৯৩৩ খ্রিস্টাব্দের এই দিনে  গোল্ডেন গেট সেতুর কাজ শুরু হয়।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে  ৫৫টি জার্মান ট্যাংক উত্তর আফ্রিকায় পৌঁছয়।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে  ইলা মিত্রের নেতৃত্বে নাচোলে কৃষক বিদ্রোহের সূচনা হয়।

১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে   প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

১৯৯৫ খ্রিস্টাব্দের এই দিনে  প্রথম মুসলিম বাঙালি অভিনেত্রী বনানী চৌধুরী ইন্তেকাল করেন।

১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে   ফিলিস্তিনী স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইযরাঈলী বোমা হামলায় নিহত।

২০১২ খ্রিস্টাব্দের এই দিনে স্যমসন এইচ চৌধুরীর মৃত্যু।

এইচআর/পিআর