ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ০৫ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

বাণী:
অতীত
কারো অতীত যেন না বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ। -এডিসন

আদিমকালে আদিমত্বই ধর্ম অকালে তা অধর্ম। -সত্যেন্দ্রনাথ রায়

অতীতকাল যত বড় কালই হোক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা আছে। -রবীণ্দ্রনাথ ঠাকুর

ভবিষ্যতকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। -জন ল্যাঙ্ক হন

প্রবাদ:
ঘরে আগুন দিয়ে খাড়ু দেখানো
অর্থ : নির্বোধ ব্যক্তি নিজের সমূহ ক্ষতি করেও সৌভাগ্য প্রচারে প্রয়াসী-এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/পিআর