ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের এইদিনে : ০১ জানুয়ারি ২০১৬

প্রকাশিত: ০২:৫১ এএম, ০১ জানুয়ারি ২০১৬

জাতীয় পাঠ্যপুস্তক দিবস

১৮০৩ খ্রিস্টাব্দের এই দিনে   এই দিনে ল্যাতিন আমেরিকার দেশ হাইতি স্বাধীনতা ঘোষণা করে।

১৮০৮ খ্রিস্টাব্দের এই দিনে  যুক্তরাষ্ট্রে দাস আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে  বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জন্ম।

১৮৮০ খ্রিস্টাব্দের এই দিনে  ভারতবর্ষে প্রথম ডাকঘরে মানি অর্ডার প্রথা চালু হয়।

১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে  পল্লী কবি জসীম উদদীনের জন্ম।

১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে  কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্ম।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে  বুলবুল চৌধুরীর জন্ম।  

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে  বিজ্ঞানী ও লেখক আবদুল্লাহ আল মুতীর জন্ম।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে  জাতিসংঘ বিষয়ক ঘোষণা দেয়া হয়।

১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে  ভারতের মুম্বাই বিমান বন্দর থেকে একটি বোয়িং-সেভেন জিরোসেভেন উড্ডয়নের ৪ মিনিট পরে সাগরে পতিত হলে ২১৩ জন যাত্রীর সবাই নিহত হন।

১৮৭৯ খ্রিস্টাব্দের এই দিনে  ইংরেজ ঔপন্যাসিক ই.এম ফস্টারের জন্ম।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে  চীনে অধিকতর গণতন্ত্রের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু।

এইচআর/পিআর