ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

ঊরু দিয়ে তরমুজ ভেঙে বিশ্বরেকর্ড তরুণীর

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৭ নভেম্বর ২০২১

বিশ্বের ক্ষুদ্রতম, বৃহত্তম, দীর্ঘতম, দ্রুততমসহ বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড সৃষ্টিকারী ঘটনার বই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। এখানে অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্যের মানুষগুলোই জায়গা করে নেন। সেই তালিকায় নিজের জায়গা করে নিয়েছিলেন ওলগা লিয়াশচুক। ঊরু দিয়ে সবচেয়ে বেশি তরমুজ ভাঙার রেকর্ডটি তার দখলে।

অল্পের জন্য সাফল্যের ঝুড়িতে যোগ হয়নি বিশ্বের সবচেয়ে শক্তিশালীর নারীর খেতাব। তাতে কী! রেকর্ড গড়েছেন কম সময়ে সবচেয়ে বেশি তরমুজ ভাঙার রেকর্ড। মাত্র ১৪.৬৫ সেকেন্ডে ওলগা লিয়াশচুক ভেঙেছেন আস্ত তিনটি তরমুজ।

jagonews24

ইতালির মিলান শহরের মেডিয়েস্ট স্টুডিওসে ইউক্রেনের শক্তিশালী এই নারী রেকর্ডটি গড়েন। এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের এক প্রতিযোগিতায় অল্পের জন্য শক্তিশালী নারীর খেতাব অর্জন করতে পারেননি। সে সময় ওলগা লিয়াশচুক ৯টি তরমুজ ভাঙতে পেরেছিলেন। ২০১৬ সালের অক্টোবরে করা ওলগা লিয়াশচুকের সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/জিকেএস

আরও পড়ুন