আবিষ্কৃত হলো প্রাচীন মানব পদচিহ্ন
সম্প্রতি মানুষের দুই জোড়া প্রাচীন পায়ের ছাপ পাওয়া গেছে। ডেনমার্কের লল্যান্ড দ্বীপে খননকার্য চলাকালীন সময়ে পাওয়া যায় এই দুই জোড়া পদচিহ্ন।
ডেনমার্কের প্রত্নতত্ববিদদের মতে, পাঁচ হাজার বছরের পুরনো এসব পায়ের ছাপ। প্রস্তর যুগের মানুষেরা সমুদ্রতীরে কিভাবে জীবনযাপন করতো তার ব্যাপারে জানাতে পারে এই আবিষ্কার।
তারা ধারণা করছেন, এই ছাপ হলো সে সময়ের দুজন জেলের। দুইটি পায়ের ছাপ দুই আকৃতির। এসব ছাপ পাওয়া গেছে তেমনই প্রাচীন এক মাছের ঘেরের কাছে। হয়তোবা কোনো এক সময়ে ঝড়ের আশঙ্কায় তারা দুজন ওই ঘের সরিয়ে নেবার জন্য পানিতে নেমেছিলেন।
প্রত্নতত্ববিদেরা বলেন, তারা সাধারণত দৈনন্দিন ব্যবহার্য যন্ত্রপাতি এবং মৃৎপাত্র খুঁজে পান। এমন পায়ের ছাপ পেয়ে যাবেন তেমনটা তারা আশা করেননি।