ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের ধাঁধা : ২৬ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘আম নয় জাম নয়,
     গাছে নাহি ধরে।
     সব লোকে ফল বলে,
     জানে শুধু তারে।’

২. ‘আশ্চর্য বাদ্যযন্ত্র জুড়ি মেলা ভার
     সে যদি বাজ খায় থাকে তার ‘তার’।
     তার যদি কেটে যায় তবু নিঃসন্দেহে,
     অর্ধেকের বেশি ছাড়াও বিদ্যমান সে।’

৩. ‘আছে কল, আছে জল, মাটি, পাতা রস
     অনল, পবন, ধুম্র সবার পরশ।
     মুখে মুখে কহে কথা, এক বোল বলে
     না চুমিলে রহে চুপ, হাতে মুখে চলে।’

৪. ‘আগে পিছে নাতি নিয়ে থাকে অবিরাম,
     মানুষ সে নয় ভাই সুস্বাদু একটি ফল।’

উত্তর :
১. পরীক্ষার ফল
২. সেতার
৩. সাজানো হুক্কা
৪. নাশপাতি

এসইউ/পিআর