ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের এইদিনে : ২১ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:৩৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

১২৬১ খ্রিস্টাব্দের এই দিনে মরমী সাধক হাছন রাজার জন্মবার্ষিকী।

১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে  সংবাদপত্র নিউ ইয়র্ক ওয়ার্ল্ড সর্বপ্রথম শব্দধাঁধা প্রকাশ করে।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে  উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে  অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে  সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন।

১৩৭৫ খ্রিস্টাব্দের এই দিনে  কবি ও কথাশিল্পী জিওভান্নি বোক্কাচিওর মৃত্যু।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ ব্যোলের জন্ম।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে  প্রাবন্ধিক আবু সয়ীদ আইয়ুবের মৃত্যু।

এইচআর/এমএস