ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বিনয় মজুমদার ও নরেন্দ্র মোদীর জন্ম

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার। ০২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৬৩০- আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।
১৭৮৭- ফিলাডেলফিয়ার পেনসিলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।
১৮৪৮- সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।
১৮৭১- সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।
১৯০৩- মার্কিন যুক্তরাষ্ট্রের অরভিল রাইট ও উইলবার রাইট উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।
১৯৪৪- এস্তোনিয়ার স্বাধীনতা লাভ।
১৯৭৪- বাংলাদেশ, গ্র্যানাডা এবং গিনি বিসাউ জাতিসংঘে যোগদান করে।
২০০৫- বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু।

জন্ম
১৮২৬- জার্মান গণিতবিদ বের্নহার্ট রিমান।
১৯১৫- চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন।
১৯২৫- ইংরেজ-মার্কিন ভাষাবিজ্ঞানী পিটার ল্যাডিফোগিড।
১৯৩৪- কবি বিনয় মজুমদারের জন্ম।
১৯৫০- নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী।

মৃত্যু
১৬৬৫- স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।
১৯৪৮- জার্মানির খ্যাতনামা জীবনীকার এমিল লুধউইক।
১৯৪৮- ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসংঘের মধ্যস্থতাকারী কেন্ট বার্নাডোট।
১৯৬৪- সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্ত।
১৮৭৭- ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা উইলিয়াম টলবোট।
১৯৮০- মার্কিন লেখিকা ক্যাথরিন পোর্টার।

দিবস
ঐতিহাসিক শিক্ষা দিবস।
বিশ্ব সাইক্লিং দিবস।

এসইউ/জিকেএস

আরও পড়ুন