ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বাণী-বচন : ১৯ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:৩১ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

ডাক্তার
সবচেয়ে ভালো ডাক্তারই সে, যাকে চেষ্টা করেও পাওয়া যায় না। – ডিভিরেট

নিরাশ রুগী ডাক্তারের ভীতি। – মিয়াজী

ডাক্তার রোগ দমন করে আর প্রকৃতি ভালো করে দেয়। – অ্যারিস্টটল

প্রকৃতি, সময় আর ধৈর্য এই তিনটিই হল সবচেয়ে বড় ডাক্তার।– এইচ. জি. বোন

ঔষধের ক্ষতিকর দিক সম্বন্ধে যে বেশি জানে সেই সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার।– জন ফোর্ড


বচন
হাতে যদি নাই ধন,
দশে হও এক মন।
অর্থ : কোন বড় কাজ একা সমাধান করতে না পারলে, সকলে মিলিত হও, অর্থাভাব থাকবে না-এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস