ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি ঘটে

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৭ আগস্ট ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২৭ আগস্ট ২০২১, শুক্রবার। ১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৭৮৯- ফরাসি জাতীয় পরিষদে বিশ্বখ্যাত মানবাধিকার ঘোষণা।
১৮৭০- শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।
১৮৮৯- প্রথমবারের মতো সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।
১৯১৬- অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।
১৯৫৮- সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসহ স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।
১৯৭১- লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।
১৯৮৮- ভয়াবহ বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।
১৯৯১- সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৯১- ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

জন্ম
১৭৭০- জার্মান দার্শনিক ভিলহেলম ফ্রেডরিখ হেগেলের জন্ম।
১৯০৮- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি জনসনের জন্ম।
১৯০৮- ক্রিকেট জগতের কিংবদন্তি ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যানের জন্ম।
১৯২৬- নরওয়েজীয় গণিতবিদ ও রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ডের জন্ম।
১৯৭৪- পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের জন্ম।

মৃত্যু
১৭৩৬- সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু।
১৯৬৫- সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ের মৃত্যু।
১৯৭৬- ভারতের কণ্ঠশিল্পী মুকেশের মৃত্যু।
১৯৭৬- বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু।
১৯৭৯- লর্ড মাউন্টব্যাটেন নিহত হন।

দিবস
দিঘলিয়ার দেয়াড়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে খুলনা জেলার দিঘলিয়ার দেয়াড়া গ্রামে রাজাকার বাহিনী ও পাকিস্তানি সেনারা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে ৬০ জন নিরপরাধ বাঙালিকে হত্যা করে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন