ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

কবি শামসুর রাহমানের প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১১:২১ এএম, ১৭ আগস্ট ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার। ০২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৯১০- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।
১৯৪৫- ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৬০- পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।
২০০৫- বাংলাদেশের ৬৩ জেলার ৩০০ স্থানে হাতে তৈরি প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

জন্ম
১৭৬১- উইলিয়াম কেরি, ব্রিটিশ খ্রিস্ট ধর্মপ্রচারক, বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।
১৯৩২- বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালি বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক।
১৯৩২- মুর্তজা বশীর, বাংলাদেশি চিত্রশিল্পী।
১৯৪০- শবনম, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৭২- হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

মৃত্যু
১৮৫০- বিশ্ববিশ্রুত কথাশিল্পী অনরে দ্য বালজাক।
১৯৪৯- পুলিনবিহারী দাস, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।
২০০৬- শামসুর রাহমান, প্রখ্যাত বাংলাদেশি কবি। বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। সাংবাদিক হিসেবে ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন দৈনিক মর্নিং নিউজে। ১৯৬৪ সালে তিনি তৎকালীন দৈনিক পাকিস্তানের (স্বাধীনতা পরবর্তী দৈনিক বাংলা) সহকারী সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। ১৯৭৭ সালে তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬৬টি। এছাড়া ৪টি উপন্যাস, ৩টি প্রবন্ধগ্রন্থ, ৬টি অনুবাদ সাহিত্য, ২টি আত্মস্মৃতি প্রকাশিত হয়েছে।
২০০৬- আনোয়ার পারভেজ, বাংলাদেশি সুরকার, সংগীত পরিচালক ও সঙ্গীতজ্ঞ।
২০২০- পণ্ডিত যশরাজ, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।

এসইউ/এএ/জিকেএস

আরও পড়ুন