ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৫ আগস্ট ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৫ আগস্ট ২০২১, রোববার। ৩১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৮৫৪- বাংলায় প্রথম রেলপথ স্থাপন।
১৮৭২- ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৮৮৯- কলকাতায় মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯৪১- পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৯৪৭- ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।
১৯৪৮- কোরিয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।
১৯৬০- কঙ্গো ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৭৫- বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

জন্ম
১৭৭১- স্কটিশ ঔপন্যাসিক ওয়াল্টার স্কটের জন্ম।
১৮৭২- বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক অরবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন।
১৮৯২- নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ লুই দ্য ব্রইর জন্ম।
১৯২২- কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর জন্ম।
১৯২৬- কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম।
১৯৪৫- ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী আল্যাঁ জুপে জন্মগ্রহণ করেন।

মৃত্যু
১৮৩৬- ইতালীয় নোবেল বিজয়ী লেখক গারসিয়া ডেলেডা মৃত্যুবরণ করেন।
১৯১০- পণ্ডিত ও ব্রাহ্মধর্ম প্রচারক ভাই গিরিশচন্দ্র সেনের মৃত্যু।
১৯৪২- মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সহকারী মহাদেব দেশাই মৃত্যুবরণ করেন।
১৯৯৪- কবি ও সাহিত্য সমালোচক হরপ্রসাদ মিত্রের মৃত্যু।

দিবস
জাতীয় শোক দিবস।

এসইউ/এএ/জিকেএস

আরও পড়ুন