ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

টেস্টটিউব প্রক্রিয়ায় কুকুরছানা!

প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা টেস্টটিউব প্রক্রিয়ায় শিশু জন্মানোর ঘটনা এখন সবারই জানা। তবে এ প্রক্রিয়ায় শুধুমাত্র মানব শিশু পৃথিবীর মুখ দেখলেও এবার ঘটলো ভিন্ন ঘটনা। একই প্রক্রিয়ায় পৃথিবীতে এসেছে সাতটি কুকুরছানা৷ চলতি বছর জুলাইতে এদের জন্ম হয়৷

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) প্রক্রিয়ায় এই কুকুরছানাগুলোর জন্ম দেন৷ এর মধ্যে পাঁচটি বীগল জাতের আর দুটি বীগল ও ককার স্প্যানিয়েল জাতের মিশ্রণ৷ গত জুলাই মাসে এদের জন্ম হলেও সম্প্রতি ‘প্লস ওয়ান` জার্নালে গবেষণার ফল প্রকাশ হওয়ার পর খবরটি জানা যায়৷

গবেষক দলের একজন অ্যালেক্স ট্রাভিস জানান, গত শতকের সত্তরের দশক থেকে আইভিএফ পদ্ধতিতে কুকুরছানা জন্ম দেয়ার চেষ্টা করা হলেও এতদিন সেটা সম্ভব হয়নি৷ কুকুরছানাগুলোর বয়স এখন প্রায় পাঁচমাস এবং তারা সুস্থ আছে।

ট্রাভিস আরো বলেছেন, তাদের গবেষণা সফল হওয়ায় কুকুরসহ মানুষের নানান স্বাস্থ্যগত সমস্যার আগাম সমাধানে সহায়তা করবে৷ যেসব চারিত্রিক বৈশিষ্ট্য রোগের জন্ম দেয় সে সম্পর্কে আগে থেকে জানা যাবে৷ ফলে রোগ হওয়ার পর রোগের চিকিৎসা করার চেয়ে রোগ যেন না হয় সেই ব্যবস্থা নেয়া যাবে।

উল্লেখ্য, ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা টেস্টটিউব পদ্ধতিতে ১৯৭৮ সালে প্রথম পৃথিবীর মুখ দেখেছিল মানব শিশু৷বাংলাদেশেও টেস্টটিউব বেবি এখন আর কোনো কল্পনার বিষয় নয়। বাংলাদেশে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় ২০০১ সালে।

আরএস/এমএস