ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের ধাঁধা : ০৭ ডিসেম্বর ২০১৫

প্রকাশিত: ০৪:২০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘অতি ক্ষুদ্র জন্তুটা
     বহন করে মানুষটা।’
- ক্ষুদ্র এই জন্তুটার নাম কী?

২. ‘আত্মীয় যাচ্ছে বাজারে,
     আনবে কিনে
     হাতীর দাঁত
     কদম্বের পাত
     থাকে যেন মনে।’
- বস্তু দুটি কী?

৩. ‘আত্মীয়রা বসাতে পারে না ভাগ,
     চোরে করতে পারে না চুরি।
     দান করলে হয় না ক্ষয়।’
- বলো তো দেখি কোন জিনিস হয়?

৪. ‘আমি থাকি খালে,
     তুমি থাকো ডালে
     তোমার আমার দেখা হবে
     মরণের কালে।’
- কার কার দেখা হবে?

উত্তর :
১. খড়ম
২. মুলা আর পান
৩. জ্ঞান
৪. মাছ ও মরিচ
 
এসইউ/এমএস

আরও পড়ুন