মালয়েশিয়া ভ্রমণের টুকিটাকি
নানা সংস্কৃতির মানুষের নানা উৎসবের রং তো আছেই। এছাড়া সমুদ্র সৈকত, বন, শপিংমল ইত্যাদি মিলিয়ে পর্যটকদের এক আকর্ষণীয় গন্তব্য মালয়েশিয়া। রাজধানীর সিটি সেন্টার কেনাকাটার জন্য আকর্ষণীয় জায়গা। বিশ্বের সবচেয়ে বড় দশটি শপিং মলের তিনটির অবস্থানই এ শহরে।
এছাড়া পেট্টোনাস টুইন টাওয়ার আরেকটি গন্তব্য হতে পারে। ৪৫১.৯ মিটার উঁচু এই টাওয়ারটি বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল একসময়। এখনো এটি বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার।
প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত পুত্রজায়া মসজিদও আরেকটি দর্শনীয় স্থান। ১৫ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এখানে। মসজিদটির বেজমেন্টের দেয়াল মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত বাদশাহ হাসান মসজিদের অনুকরণে তৈরি। এ অঞ্চলের উচ্চতম মিনারগুলোর একটি হচ্ছে পুত্রজায়া মসজিদের মিনার।
লেকে নৌবিহার
পুত্রজায়া মসজিদ, পুত্রজায়া সেতু এবং বিভিন্ন সুরম্য সরকারি অট্টালিকা সহজে দেখার একটি উপায় হচ্ছে পুত্রজায়া লেকে নৌবিহার। সাধারণ নৌযানের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত নৌযানে ভ্রমণের সুযোগও আছে। এছাড়া অল্প কয়েকজনের ছোট ছোট দলে ছাদ খোলা নৌকায়ও ভ্রমণ করা যায়।