আজকের ধাঁধা : ০৫ ডিসেম্বর ২০১৫
ধাঁধা :
১. ‘অক্ষর তার তিন জঙ্গলেতে বাস,
শেষেরটা বাদ দিলে হয় সর্বনাশ।
মধ্যেরটা বাদ দিলে ঘোরে হপ্তাময়,
প্রথমটা কেটে নিলে জীব শ্রেষ্ঠ হয়।
- এটা কী হতে পারে?
২. ‘অক্ষর মাত্র তিনটা
সবার ঘরে রয়,
মধ্যের অক্ষর বাদ দিলেই
সুন্দর বাদ্য হয়।’
- বলুন তো জিনিসটি কী?
৩. ‘অতি ভোরে থাকে
সে-ই সন্ধ্যাতেও রয়,
সেটি হাতে পেলে
হও খুশি অতিশয়।’
- বলতে হবে কী এটা?
৪. ‘অন্ধ, দ্বন্দ্ব চার কোন বন্ধ।’
- কার এমন অবস্থা?
উত্তর :
১. বানর
২. বিছানা
৩. শুকতারা
৪. কবর
এসইউ/এমএস