রাশিফল : ০৫ ডিসেম্বর ২০১৫
মেষ : বন্ধু কর্কট আপনার আর্থিক অবস্থা কেটে ওঠার জন্য কর্মক্ষেত্র মনোযোগ আশা করছে। ঠিক তেমনি ভালবাসার গ্রিন সিগনাল আপনি পেয়ে যাবেন এটাও নিশ্চিত থাকেন। পানি পথে ভ্রমন আজ বিশেষভাবে আনন্দ দেবে।
বৃষ : দীর্ঘ বিনিয়োগে অর্থের প্রয়োজন মিটবে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কল্যাণে। বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দিতে চরম ভালো লাগবে। এতো কিছুর ভিড়ে প্রিয় মানুষকে সময় দিতে ভুলে যাবেন না মোটেই।
মিথুন : আজ মনের মধ্যে বেশ কিছু বিষয়ে বোঝাপড়া চলবে। কর্মক্ষেত্রে প্রশংসার পাত্রে পরিণত হবেন। আপনার একাগ্রতা পৌঁছে দেবে সফলতার দ্বারে। বেকারদের কারো বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
কর্কট : আপনি ভুলেই বসবেন কেউ আপনার কাছে কিছু চেয়ে বসে আছে অনেকক্ষণ। কাজের প্রতি উদাসীনতা আপনার সুনামের বিপরীত পথে হাঁটতে পারে। বেকারদের কারো কাজের সন্ধান মিলতে পারে।
সিংহ : জমি সংক্রান্ত ঝামেলার নিষ্পত্তি ঘটবে দারুণভাবে। সুফী শ্রেণির কারো দেখা পেলে জবাব মিলবে মনের জমে থাকা সব প্রশ্নের উত্তর। বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন।
কন্যা : মনের মাঝে আজ রোমান্স কাজ করবে পূর্ব পরিচিত বিপরীত লিঙ্গের কারো আচরণে। অর্থভাগ্য আজ অস্পষ্ট, তবে খারাপ কিছু হওয়ার আশঙ্কা খুবই কম। বাড়িতে অতিথি সমাগম নিশ্চিত।
তুলা : মন চাইবে পাহাড়ের কাছে ছুটে যেতে, সবুজ টানবে বিশেষভাবে। প্রকৃতির শুদ্ধ গন্ধ ব্যতিত নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। যেতে না পরলে মনে জমতে পারে সামান্য বিষন্নতা। সব কিছু ঝেড়ে ফেলে ছুটতে হবে কর্মক্ষেত্রে।
বৃশ্চিক : মন চাইবে প্রিয় মানুষের পাশে থাকতে কিন্তু উপায় কি বলুন? কিছু অপ্রত্যাশিত দায়িত্ববোধ আপনাকে অনেকটাই বুড়ো করে তুলবে। প্রতিবেশীর সঙ্গে হঠাৎ করেই সম্পর্কের উন্নতি ঘটবে, তবে মশাই বৃশ্চিক সাবধান থাকুন পারিবারিক বিষয়ে গোপণ তথ্য নিয়ে।
ধনু : দিনের শেষভাগে বন্ধুর করা হঠাৎ কোনো কাজে খুব হয়ে যেতে পারেন। বাস্তব আজ স্বপ্ন আর স্বপ্ন আজ বাস্তব মনে হতে পারে। লম্বা ড্রাইভে যেতে পারেন নির্দ্বিধায়। অর্থ আসবে আজ চোখে পড়ার মতো।
মকর : প্রকৃতি আজ আপনাকে ডাকছে, হাত বাড়িয়ে সাড়া দিন। সঙ্গীনীর মৃদু বকুনিতে কষ্টের বদলে আনন্দই পাবেন। ধারণ সীমায় থাকবে সন্ধ্যার শপিং।
কুম্ভ : আজ বিশেষ কারো সঙ্গে আপনার দেখা করার কথা। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যান। কোনো প্রতিষ্ঠানের পুরো দায়িত্ব আজ আপনার কাঁধে এসে যেতে পারে। অর্থভাগ্য শুভ।
মীন : নিজেকে অরক্ষিত মনে হলেও ভয় পাওয়ার কিছু নেই। সত্য আর সততাই আপনার বল, কর্মনিষ্ঠা আপনার হাতিয়ার। পকেট ফুটো হয়ে গেছে বেশ কিছু দিন আগেই, তবে আজ উপছে পড়বে টাকার ভারে। রক্ষা করার দায়িত্বও আপনার।
এসকেডি/এমএস
বিজ্ঞাপন