ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

রাশিফল : ০৪ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০২:২৫ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫

মিথুন : মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।

মেষ : শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।

বৃষ : কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। কনিষ্ঠ ভ্রাতা ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে।

কর্কট : নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে।

সিংহ : কোনো ব্যর্থতার জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। শত্রুরা গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। শরীর অসুস্থ হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে।

কন্যা : মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সাংগঠনিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

তুলা : পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

বৃশ্চিক : ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের যেকোনো প্রচেষ্টা সফল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।

ধনু : কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। সামাজিক সমস্যা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। শোকগ্রস্ত হওয়ার আশংকা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।

মীন : প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভালোবাসার মানুষের কাছে নিজের মনোভাব স্পষ্ট করার চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

মকর : যৌথ ও অংশীদারি ব্যবসায় কতৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। কোনো ঘনিষ্ঠ ব্যক্তি শত্রুতা করতে পারে।

কুম্ভ : শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

এআরএস/আরআইপি