আজকের ধাঁধা : ০২ ডিসেম্বর ২০১৫
ধাঁধা :
১. ‘অষ্ট দিকে অষ্ট শিক,
মধ্যে দণ্ড শোভন।
রোদ বৃষ্টি যাই আসুক,
করে নাকো বারণ।’
- বলতে হবে জিনিসটি কী?
২. ‘অষ্ট বয়স ষোল হাঁটু,
মাছ ধরতে চায়।
শুকনো ভূমিতে পেতে জাল,
মাছ ধরে চিরকাল।’
- বলতে হবে জিনিসটি কী?
৩. ‘অকুল সমুদ্র মেরু
জল তাতে নেই,
রাশি রাশি স্থলভাগ
বাড়ি-ঘর কই?’
- বলতে হবে জিনিসটি কী?
৪. ‘অন্ন বস্ত্র নহে,
কিন্তু সবার প্রয়োজন।
ভাবিয়া বলুন দেখি,
কি আছে এমন?’
- বলতে হবে জিনিসটি কী?
উত্তর :
১. ছাতা
২. মাকড়শা
৩. মানচিত্র
৪. ঘুম
এসইউ/পিআর