ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আজকের ধাঁধা : ৩০ নভেম্বর ২০১৫

প্রকাশিত: ০৪:৩৫ এএম, ৩০ নভেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘অধিক আহার করে অল্পে তুষ্ট হয়,
     শিগগির নিদ্রা যায় শিগগির নিদ্রা ক্ষয়।
     প্রভু ভক্ত হয়ে প্রভুর উপকারে রত,
     দেখলে অপরিচিত লোক তর্জে গর্জে কত।’
-বলুন তো কে সে?

২. ‘অন্ধকার ঘরে
     বাঁদর নাচে
     না না করলে
     আরও নাচে।’
- কে এই নাচনেওয়ালি?

৩. ‘অন্ধকারে আলো দেয়,
     অনল তাপে গলে যায়,
     দোকানে পাওয়া যায়।’
- বলো তো কী?

৪. ‘অন্ধ দিয়ে শুরু তার,
     সত্য দুই পিছে।
     সবটা মিলে খুঁজে বেড়াই
     মায়া জালের নিচে।’
- জিনিসটি কী?

উত্তর :
১. কুকুর
২. জিহ্বা
৩. মোমবাতি
৪. কলুক

এসইউ/এমএস

আরও পড়ুন